দুর্নীতির ঘাটতি মেটাতে গ্যাসের দাম বৃদ্ধি: ফখরুল

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
দুর্নীতির ঘাটতি মেটাতে জনগণের পকেট কেটে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দ্বিতীয় দিনের মতো দুস্থদের মাঝে বস্ত্র ও খাবার সামগ্রী বিতরণকালে রাজধানীর উত্তরাতে তিনি একথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে বস্ত্র ও খাবার সামগ্রী বিতরণ করছেন।

পূর্ববর্তী নিবন্ধজামিন পেলেন শিক্ষক শ্যামল কান্তি
পরবর্তী নিবন্ধমওদুদের বাড়ি নিয়ে রিভিউয়ের রায় ৪ জুন