দুপুরে সংবাদ সম্মেলন আসছে তাবলিগ জামাত

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ

মাওলানা সাদ কান্ধলভির প্রস্থানসহ তাবলিগের চলমান পরিস্থিতি নিয়ে দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে তাবলিগ জামাত।

শনিবার সকালে বিশ্ব ইজতেমার মুরব্বি প্রকৌশলী মো. মাহফুজ এ তথ্য নিশ্চিত করেছেন।

মুরব্বি মাহফুজ বলেন, দুপুরে বিদেশি মেহমানদের তাঁবুতে মাওলানা সাদ ও তাবলিগের চলমান পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। ইজতেমা ময়দানের তিন নম্বর ফটকের পাশে হাজি সেলিম মিয়ার কামরায় সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

মুফতি নজরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, তাবলিগ জামাতের নেতৃত্ব নিয়ে দিল্লির মারকাজ ও দেওবন্দ মাদ্রাসার মধ্যে দ্বন্দ্ব এবং মাওলানা সাদের বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে বাংলাদেশে তাবলিগ জামাতের মধ্যে তৈরি হয় বিভক্তি।

ফলে এবারের বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের বিরোধীরা তার ঢাকা আগমনের সময় বিমানবন্দরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে ইজতেমায় যোগ না দিয়ে নিজ দেশ ভারতে ফিরে যান মাওলানা সাদ কান্ধলভি।

পূর্ববর্তী নিবন্ধযশোরে চার ‘ডাকাতের’ গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধবেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যয় কমানোর আহ্বান শিক্ষামন্ত্রীর