দুই জঙ্গির শরীরে একাধিক গুলির চিহ্ন

12

পপুলার২৪নিউজ প্রতিবেদক:পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত দুই জঙ্গি নুরুল ইসলাম মারজান ও সাদ্দাম হোসেনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তাঁদের শরীরে একাধিক গুলির চিহ্ন দেখা গেছে। জঙ্গি সাদ্দামের শরীর থেকে তিনটি গুলি বের করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দুই জঙ্গির ময়নাতদন্ত হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদের ভাষ্য, দুই জঙ্গির ডিএনএ পরীক্ষা করা হবে। তাঁদের ভিসেরা, রক্ত ও ইউরিন সংগ্রহ করা হয়েছে। সেগুলোও পরীক্ষা করা হবে।

দুই জঙ্গির লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত হন।

পুলিশ জানিয়েছে, মারজান গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় জঙ্গিদের অন্যতম সমন্বয়ক ছিলেন। আর সাদ্দাম রংপুরের জাপানি নাগরিক কুনিও হোশিসহ উত্তরাঞ্চলে একাধিক জঙ্গি হামলা ও হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। তিনি পাঁচটি হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি এবং আরও পাঁচটি হত্যা ও হত্যাচেষ্টা মামলারও আসামি। সাদ্দামকে গত বছরের ১৪ এপ্রিল গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ পরিচয়ধারী লোকজন তুলে নিয়ে এসেছিল বলে জানিয়েছেন তাঁর বাবা তাজুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধব্যাংকিং খাত সবচেয়ে সমস্যাগ্রস্ত ছিল : সিপিডি
পরবর্তী নিবন্ধঅসাম্প্রদায়িক চেতনাকে এগিয়ে নিতে রাষ্ট্রপতির আহ্বান