দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমস্যায় জর্জরিত

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে জনবল সংকট, সেনিটেসন, পানির জন্য চরম দুর্ভোগ, অকেজো এক্সরে মেশিন, চরম অব্যবস্থাপনার কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। কর্মরত ডাক্তার প্রাইভেট চিকিৎসা নিয়েই ব্যস্ত। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রয়েছে হাওরপাড়ের প্রায় আড়াই লক্ষাধিক মানুষ।
প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের চেষ্টায় দুই বছর আগে ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। হাসপাতালের এক্সরে মেশিনটি অকেজো। রোগীদের যে খাদ্যসামগ্রী দেওয়া হয় তা পরিমাণে অল্প ও নিম্নমানের বলে অভিযোগ রয়েছে। একটি অ্যাম্বুলেন্স রক্ষণাবেক্ষণের অভাবে খোলা আকাশের নিচে বিনষ্ট হচ্ছে। আরেকটি নামে মাত্র আছে। পর্যাপ্ত জনবল না থাকায় প্রতিদিন দূর-দূরান্ত থেকে রোগীরা হাসপাতালে এসে বিনা চিকিৎসায় বাড়ি ফিরছেন।
জেলা সিভিল সার্জন ডা. আশুতোষ দাস বলেন, লোকবলের স্বল্পতার জন্য নতুন ভবনটি চালু করা সম্ভব হচ্ছে না। খুব তাড়াতাড়িই ৫০ শয্যা হাসপাতালটি পূর্ণাঙ্গরূপে চালু হবে।

পূর্ববর্তী নিবন্ধছাতকের কুড়ি বিল ভরাট হয়ে যাচ্ছে
পরবর্তী নিবন্ধখালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়ার দাবি বিএনপির