সংবাদ বিজ্ঞপ্তি:
কর্মসংস্থান ব্যাংকের ২৭৮ তম বীরগঞ্জ শাখা, দিনাজপুর-এর উদ্বোধন ২১ মে ২০২৫ তারিখ, বুধবার অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফএম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন।
কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংক প্রধান কার্যালয়ের নিরীক্ষা মহাবিভাগের মহাব্যবস্থাপক মো: আমিরুল ইসলাম, ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মো: মশিউর রহমান, শাখা নিয়ন্ত্রণ বিভাগের উপমহাব্যবস্থাপক মনোজ রায় , রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো: মুখলেছুর রহমান,বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর গফুর, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বীরগঞ্জ শাখার ঋণগ্রহীতা মোছা: রুমি খাতুনের হাতে সঞ্চিতা কর্মসূচির আওতায় নার্সারী প্রকল্পে ঋণের চেক হস্তান্তরের মাধ্যমে শাখাটির কার্যক্রম শুরু হয়।