দিনাজপুরের বীরগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের ২৭৮তম শাখার উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি:

কর্মসংস্থান ব্যাংকের ২৭৮ তম বীরগঞ্জ শাখা, দিনাজপুর-এর উদ্বোধন ২১ মে ২০২৫ তারিখ, বুধবার অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফএম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন।

কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংক প্রধান কার্যালয়ের নিরীক্ষা মহাবিভাগের মহাব্যবস্থাপক মো: আমিরুল ইসলাম, ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মো: মশিউর রহমান, শাখা নিয়ন্ত্রণ বিভাগের উপমহাব্যবস্থাপক মনোজ রায় , রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো: মুখলেছুর রহমান,বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর গফুর, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, বীরগঞ্জ শাখার ঋণগ্রহীতা মোছা: রুমি খাতুনের হাতে সঞ্চিতা কর্মসূচির আওতায় নার্সারী প্রকল্পে ঋণের চেক হস্তান্তরের মাধ্যমে শাখাটির কার্যক্রম শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধতেলের দাম লিটারে ৩৫ টাকা বাড়ালো টিসিবি
পরবর্তী নিবন্ধটাঙ্গাইলে শেখ হাসিনার নামে করা মামলা ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার