দল হিসেবে খেললে যে কাউকে হারানো সম্ভব: ফাহিমা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী দলের সামনে ইতিহাস গড়ার হাতছানি। আগামীকাল (শনিবার) ভারতীয় নারী দলের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামতে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল। আর এই ম্যাচে স্মৃতি মান্ধানাদের হারাতে পারলেই প্রথমবারের মতো ভারতকে সিরিজ হারানোর রেকর্ড গড়বে বাংলার মেয়েরা।

ম্যাচের আগের দিন আজ (শুক্রবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগ্রেস অলরাউন্ডার ফাহিমা খাতুন। এ সময় তিনি জানিয়েছেন একটি দল হয়ে খেলতে পারলে বাংলাদেশ যে কোনো দলকে হারাতে পারে।

ফাহিমা বলছিলেন, ‘আমি সবসময় বলেছি, আমার দলের সবাই অনুভব করে আমরা যদি দল হিসেবে খেলতে পারি আমাদের কাছে যেকোনো দলই পরাস্ত হবে। গত ম্যাচের ভুলগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। এখন পর্যন্ত আমরা বলবো যে ভালো ক্রিকেট খেলছি। প্রথম ওয়ানডেতে দল হিসেবে আমরা পারফর্ম করতে পেরেছি। দ্বিতীয় ওয়ানডেতেও আমরা চেষ্টা করেছি।’

দলের ব্যাটাররা অনেক প্রতিভাবান মনে করেন ফাহিমা, ‘আমাদের প্রত্যেকটা ব্যাটারই আসলে প্রতিভাবান। আমরা সবাই জানি তাদের সামর্থ্য আছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটা করতে পারিনি। তবে গত দুইদিন ধরে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। নিজেরা নিজেরা, কোচ, টিম ম্যানেজমেন্ট সবার সাথেই ভালো আলোচনা হয়েছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী, দল হিসেবে আমরা চেষ্টা করবো।’

 

পূর্ববর্তী নিবন্ধকোরআন পোড়ানোর ঘটনায় জাতিসংঘ মহাসচিবের কাছে বাংলাদেশের নিন্দা
পরবর্তী নিবন্ধএলডিসি থেকে উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাবে বাংলাদেশ