দলকে বিপদে রেখে সাজঘরে সাব্বির

পপুলার২৪নিউজ ডেস্ক:

during the ICC World Twenty20 India 2016 match between Bangladesh and Oman at the HPCA Stadium on March 13, 2016 in Dharamsala, India.

সফরের শেষ টি ২০-তে বাংলাদেশের সামনে ১৯৫ রানের জয়ের লক্ষ্য দিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।

হোয়াইটওয়াশ লজ্জা এড়ানোর এই ম্যাচ দারুণ শুরু এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। তবে দলীয় ৪১ রানে টেন্ট বোল্টের বলে গ্র্যান্ডমির তালুবন্দি হয়ে ফিরে গেছেন তামিম ইকবাল। তিনি ১৫ বলে তিন চার এক ছ্ক্কায় ২৪ রান করেন।

এরপর দলীয় ৮২ রানে স্পিনার ইশ সোধির বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন ২৮ বলে ৬ চারে ৪২ রান করা সৌম্য সরকার। দলীয় ৯৭ রানে কেন উইলিয়ামসনের বলে বোল্ড হন ১৮ রান করা সাব্বির রহমান।

প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১.৩ ওভারে ৯৭/৩। সাকিব আল হাসান ৯ এবং মাহমুদুল্লাহ রিয়াদ শূন্য রানে ব্যাট করছেন।

এর আগে রোববার বাংলাদেশ সময় ভোরে মাউন্ট মাঙ্গানুইতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মাশরাফি মর্তুজা। শুরুতেই তার সিদ্ধান্তের কার্যকারিতা প্রমাণ করেন রুবেল হোসেন ও মোসাদ্দেক হোসেন সৈকত।

৪১ রানেই এই দু’জ তুলে নেন কিউইদের প্রথমসারির তিন ব্যাটসম্যানকে। সেখান থেকে অধিনায়ক কেন উইলিয়ামসন ও কোরি অ্যান্ডারসনের ১২৪ রানের জুটিতে প্রতিরোধ গড়ে স্বাগতিকরা।

অবশ্য ভাগ্যও সহায় ছিল উইলিয়ামসনদের। তা না হলে মাশরাফির বলে দু’দুটি সহজ ক্যাচ কেন ফেলবেন দেশের সেরা ফিল্ডার সাকিব আল হাসান ও তামিম ইকবাল?

শেষ পর্যন্ত ক্যাচ ফেলার মাশুল গুণেছে টাইগাররা। স্বাগতিকরা ৪ উইকেটে করেছে ১৯৪ রানের পাহাড়।

দলের পক্ষে সর্বোচ্চ ৯৪ রান করে অপরাজিত ছিলেন কোরি অ্যান্ডারসন। মাত্র ৪১ বলে এই রানের পথে তিনি রেকর্ড ১০টি ছক্কা ও দুটি চার মেরেছেন। এরপরই ৫৭ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান করেছেন দু’বার জীবন পাওয়া উইলিয়ামসন।

রুবেল টানা দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট নিয়েছেন, ৩১ রান খরচায়। তিনি প্রথম দুই ওভারে ৭ রানে নেন দুই উইকেট। পরের দুই ওভারে ২৪ রান দিয়ে তুলে নেন উইলিয়ামসনের উইকেট।

ইতিমধ্যে প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ জয় হাতছাড়া হয়েছে সফরকারী বাংলাদেশের। এ ম্যাচে পেসার মোস্তাফিজুর রহমানের পরিবর্তে একাদশে নেয়া হয়েছে আরেক পেসার তাসকিন আহমেদকে। মোস্তাফিজক বিশ্রাম দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচলতি মাসেই শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা
পরবর্তী নিবন্ধহ্যাকিংয়ে পুতিনের তুরুপের তাস লাস্যময়ী আলিসা!