‘দক্ষ শিক্ষকরাই জাতিকে মেধাবী শিক্ষার্থী উপহার দিতে পারেন’

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, দক্ষ শিক্ষকরা কেবল শিক্ষার্থীদের মেধা বিকাশে নয়, গোটা সমাজকেও সচেতন করে তুলতে পারেন।

বুধবার নবনির্মিত বান্দরবান পিটিআই ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পিটিআই’র সুপার সুব্রতা গুহ’র সভাপতিত্বে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড.আবু হেনা মোস্তাফা কামাল, উপসচিব এনামুল কাদের খান, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক প্রমুখ বক্তব্য রাখেন।

মোস্তাফিজুর রহমান বলেন, যথাযথ শিক্ষাদানের মাধ্যমে শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে পারেন। এই মন-মানসিকতা নিয়েই শিক্ষকদের এগুতে হবে।

এর আগে মন্ত্রী পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে শিক্ষা বিষয়ক এক আলোচনা সভায় যোগদান করেন। সভা থেকে পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে জেলার ৯৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধটুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এলজিইডির প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধইসরাইল একটি দখলদার ও সন্ত্রাসী রাষ্ট্র : এরদোয়ান