থাইল্যান্ডে অতি বৃষ্টিতে নিহতের সংখ্যা বেড়ে ১৮

পপুলার২৪নিউজ ডেস্ক:

4ভরা শীতেও থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে অতি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় সর্বশেষ অন্তত ১৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বন্যায় আক্রান্ত হয়েছেন বিভিন্ন প্রদেশের সাত লাখেরও বেশি মানুষ।

সংবাদ সম্মেলনে এ খবর নিশ্চিত করেছেন থাই স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানিয়েছেন, এরই মধ্যে নাখন-সি-তামারাত প্রদেশে ১৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে প্রদেশটির প্রধান বিমানবন্দরসহ শিক্ষাপ্রতিষ্ঠান।
সামুই, ফাংগানসহ কিছু স্থানে বাতিল হয়েছে ফ্লাইট। এতে বিপাকে পড়েছেন দেশটিতে অবস্থানরত পর্যটকরা।

আগামী সোমবার নাগাদ বৃষ্টিপাত চলতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দফতর।

এদিকে বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করে দেশটির প্রধানমন্ত্রী জানান, বন্যার্তদের সর্বোচ্চ সহায়তা দেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধশিমুলিয়া-কাওরাকান্দি রুটে নৌচলাচল শুরু
পরবর্তী নিবন্ধ‘নির্বোধ’রাই রাশিয়ার সঙ্গে সুসম্পর্কের বিরোধিতা করে: ট্রাম্প