তুরস্কে পর্যটকবাহী বাস উল্টে নিহত ২৪

পপুলার২৪নিউজ ডেস্ক:
তুরস্কে বাস দুর্ঘটনায় স্থানীয় ২৪ পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। দেশটির মুগলা প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সামুদ্রিক পর্যটন এলাকা মারমারিসের কাছে শনিবার পর্যটকবাহী একটি বাস রাস্তা থেকে ছিটকে পড়ে। খবর হুররিয়াত ডেইলি নিউজ ও এএফপির।

স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থলেই ১৭জন নিহত হন। হাসপাতালে ভর্তির পর আরও ৭ জনের মৃত্যু হয়েছে।

মুগলার প্রদেশের গভর্নর আমির শিয়েক জানান, বাসটি ৪০ জন যাত্রী বহন করছিল। যাত্রীদের বেশিরভাগই নারী। যাদের মধ্যে সবাই স্থানীয় পর্যটক। ওই বাসে বিদেশী কোনো পর্যটক ছিলেন না।

তিনি আরও জানান, দুর্ঘটনাটি ঘটে একটি পাহাড়ি রাস্তায় এবং ওই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বেড়া ভেঙে নিচু একটি খাদে গিয়ে পড়ে। বাসটির নিয়ন্ত্রণ ব্যবস্থা (ব্রেক) নষ্ট হয়ে থাকতে পারে বলে জানান তিনি।

মারমারিসের মেয়র আলী আকার বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে, এটি ড্রাইভারের ব্যর্থতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান এ দুর্ঘটনার পর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধআজ বিশ্ব মা দিবস
পরবর্তী নিবন্ধউত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা