তিস্তা চুক্তি সময়ের ব্যাপার: সেতুমন্ত্রী

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
তিস্তা চুক্তি এখন সময়ের ব্যাপারমাত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি হয়েছে, তিস্তা চুক্তিও হবে। তিস্তা চুক্তি এখন সময়ের ব্যাপারমাত্র।’

শুক্রবার দুপুরে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় সড়ক ও জনপথের পরিদর্শন বাংলো ‘বন বিলাস’ উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার, ব্রিগ্রেডিয়ার জেনারেল ইফতেখার আনিস, সওজ-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্পের পরিচালক ইঞ্জিনিয়ার ছানাউল হক, জয়দেবপুর-ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্পের পরিচালক লে. কর্নেল নিজাম উদ্দিন আহমদ, প্রকল্প কর্মকর্তা মেজর মো. মিজানুর রহমান ফকির, গাজীপুর সওজের উপসহকারী প্রকৌশলী খায়রুল বাশার মো. সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘তিস্তা চুক্তির সঙ্গে ভারতের একটি রাজ্য জড়িত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে গেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও দিল্লিতে থাকছেন। সেখানে তিস্তা ও অভিন্ন নদী নিয়ে আলোচনার আরও অগ্রগতি হবে।’

তিনি বলেন, ‘ভারতের সঙ্গে শান্তিপূর্ণ ছিলমহল বিনিময় হয়েছে। ছিটমহল শুধু বিনিময়ই হয়নি। আমরা ৩৫টি ছিটমহলে ইউপি নির্বাচনও দিয়েছি।’

এ সময় বিএনপির মহাসচিবের র‌্যাব বিলুপ্তির বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘র‌্যাব বিএনপির সৃষ্টি। স্বার্থে লাগলে নিজেদের সৃষ্ট সন্তানদের প্রতিও মায়া থাকছে না। আমার কাছে মনে হয়, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে র‌্যাবের কিছু সাহসী অভিযান এবং ভূমিকা বিএনপির গাত্রদাহের কারণ।’

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ঘরে ঢুকে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ
পরবর্তী নিবন্ধপ্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে প্রাণ গেল মাসুদের