তিস্তার পানি দেবেন না মমতা!

পপুলার২৪নিউজ ডেস্ক:
পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তিস্তার পানি দিতে সরাসরি অপারগতা জানিয়েছেন। এর বদলে তোরসা, ধলেশ্বরী সহ অন্যান্য নদীর পানি দেয়ার কথা বলেছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

স্থানীয় সময় রোববার এ কথা বলেন মমতা। তবে প্রতিবেদনে কোথায় তিনি এ কথা বলেছেন তা উল্লেখ করা হয়নি।

মমতা বলেন, ‘তিস্তা পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের ‘জীবন রেখা’। এই পানিকে অন্য কোথাও ছিনিয়ে নিতে দেয়া হবে না।’

পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী আরও বলেন, ‘আপনাদের সমস্যা পানি, তিস্তা নয়। এ বিষয়টি সমাধানের জন্য আমি বিকল্প ব্যবস্থা নেব। এ অঞ্চলে আরো নদী রয়েছে। আমরা সেগুলোর পানি ব্যবহার করতে পারি।’

এক্ষেত্রে তিনি তোরসা নদীর পাশাপাশি মানসাই, ধানসাই, ধরলার মতো নদীগুলোর পানিবণ্টন নিয়ে আলোচনা ও গবেষণার আহ্বান জানিয়েছেন।

শনিবার ভারতের রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত এক নৈশভোজে শেখ হাসিনার সঙ্গে তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয় মমতার। সেখানে মমতা বলেন, ‘বাংলাদেশ পানি পাক, আমরাও সেটা চাই। তবে তিস্তায় পানি নেই। তাই সেখান থেকে পানি বাংলাদেশে চলে গেলে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের সমস্যা হবে। তাই বিকল্প ভাবনা ভাবা উচিত। আমি চাই, তিস্তার বদলে আলোচনা হোক তোরসা নিয়ে।’

অবশ্য শনিবার দুপুরে দিল্লির হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আমার বিশ্বাস, মমতার সহযোগিতায় আমার এবং হাসিনার সরকার তিস্তা চুক্তি নিয়ে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

পূর্ববর্তী নিবন্ধ’আইপিইউ অ্যাসেম্বলি ফেয়ার’ এ প্রশংসা পাচ্ছে ওয়ালটন পণ্য
পরবর্তী নিবন্ধস্বামী ওমের সঙ্গে ডেট করছেন প্রিয়াংকা!