তিন পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ!

পপুলার২৪নিউজ ডেস্ক:
পাকিস্তান ক্রিকেট মানেই যেন নানা রকম অপরাধমুলক কাজ আর সমালোচনা। শারজিল খান ও খালিদ লতিফের পর এবার ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তদন্তের মুখে পড়েছেন পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ ইরফান, শাহজাইব হাসান ও জুলফিকার বাবর।

পাকিস্তানের ক্রিকেট কর্মকর্তারা বলেন, “স্পট ফিক্সিংয়ের অভিযোগে সার্জিল খান ও খালিদ লতিফকে নিষিদ্ধ করার পর এই তিনজনকে জেরা করা হচ্ছে। ”

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, “পিসিবির দুর্নীতি দমন ইউনিট (এসিইউ) পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শুদ্ধতা ধরে রাখতে বদ্ধ পরিকর। তাই দুর্নীতির শিকড় উপড়ে ফেলার লক্ষ্যে বাকি তিনজনকেও জেরা করা হচ্ছে। ”

ইতোমধ্যে ইরফানকে জেরা করা হলেও তার বিরুদ্ধে এখনো কোন নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। হাসান ও বাবরকেও জেরা করেছে এসিইউ। পিএসএলের চেয়ারম্যান নাজাম শেঠি বলেন, দুর্নীতির অনুসন্ধন চলতে থাকবে। তিনি বলেন, “এসিইউ’র তদন্ত চলমান থাকলেও এ তিন জনই তাদের খেলা চালিয়ে যেতে পারবেন। ”

ইতোমধ্যে অবশ্য দল থেকে ইরফানকে ত্যাগ করেছে ইসলামাবাদ ইউনাইটেড। আজ লাহোর ক্যালেন্ডোরের বিপক্ষে ম্যাচে তাকে একাদশে রাখেনি দলটি।

পূর্ববর্তী নিবন্ধরেকর্ড করে ফেলেছে ফিল্লাউরি!
পরবর্তী নিবন্ধ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু