তিন নারীকে ধর্ষণ ও খুনের তদন্তে বাঁধন, রহস্য খুলবে ঈদে

বিনোদন ডেস্ক:

পর পর তিন জন নারী খুন, প্রতিটির সঙ্গে জড়িত ধর্ষণ। তিনটি খুনই হয়েছে ১৪ ফেব্রুয়ারি তথা ভালোবাসা দিবসের পর। কে সেই নৃশংস খুনি? ধর্ষকই বা কে? উত্তরগুলো খুঁজতে মিশনে নামলেন পুলিশ কর্মকর্তা লিনা। তারপর ঘটতে থাকে নানা ঘটনা। গল্পের এমনই আভাস মিলেছিল গেল বছরের (১৯ মার্চ) প্রকাশ হওয়া ‘এশা মার্ডার: কর্মফল’ ছবির টিজারে।

সত্য ঘটনা অবলম্বনে এটি নির্মাণ করেছেন সানী সানোয়ার। যিনি নিজেও একজন পুলিশ কর্মকর্তা। সিনেমায় তিনি হাত পাকিয়েছেন ‘মিশন এক্সট্রিম’, ‘ব্ল্যাক ওয়ার’ দিয়ে। অনেকদিন ধরেই আলোচনার আড়ালে ছিল সিনেমাটি। অবশেষে এলা নতুন ঘোষণা। আসছে কোরবানি ঈদে মুক্তি পাবে ‘এশা মার্ডার: কর্মফল’।

২০০৯ সালে আজিমপুরে ঘটে যাওয়া একটি খুনের ঘটনা ঘিরে ‘এশা মার্ডার’ সিনেমার গল্প। ২০১৮ থেকে ২০২৩ পাঁচ বছর সময় নিয়ে চিত্রনাট্য প্রস্তুত করেছেন নির্মাতা।

ছবিটির বেশ কিছু সূত্র নিশ্চিত করেছে, আগামী ঈদুল আজহাতেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘এশা মার্ডার: কর্মফল। বর্তমানে ডাবিং চলছে। খুনের রহস্যের মধ্যেও নাচ-গান-অ্যাকশনে ভরপুর বাণিজ্যিক ধাঁচের সিনেমা এটি। সেজন্যই ঈদের মত বড় আয়োজনে মুক্তি দেয়ার প্রস্তুতি চলছে।

এই সিনেমায় পুলিশ কর্মকর্তা লিনার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। সিনেমাটি নিয়ে তিনি আশাবাদী। তার ভাষ্য, ‘ঈদের মতো উৎসবে ছবিটি মুক্তি পাচ্ছে এটি দারুণ খবর। প্রত্যাশা করছি ভালো কিছু হবে।

এ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন পূজা ক্রুজ। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, এজাজ আহমেদ, মাজনুন মিজান, আনিসুল হক বরুণ, সুষমা সরকার, দীপু ঈমাম।

পূর্ববর্তী নিবন্ধইসকন নেতা চিন্ময় দাসের হাইকোর্টে জামিন 
পরবর্তী নিবন্ধভয়ের দেয়াল ভাঙতে জেফারের ‘তীর’