তাহমীনা বেগম ফাউন্ডেশন উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক: শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহায়তায় তাহমীনা বেগম ফাউন্ডেশনের মুল লক্ষ্য । কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, বিভিন্ন স্কুল -কলেজ, বিশ্ববিদ্যালয়ে ও মেডিক্যাল কলেজসহ যে কোনো ধাতব্য প্রতিষ্ঠানে সহায়তা প্রদানের লক্ষ্যে যাত্রা শুরু করেছে সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান তাহমীনা বেগম ফাউন্ডেশন।
শুক্রবার সন্ধ্যায় রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন সাইন্স ক্যাফেটেরিয়াতে এক অনুষ্ঠানের মাধ্যমে ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বারডেম হাসপাতালের সাবেক মহাপরিচালক ও শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক নাজমুন নাহার , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর গোলাম সাইফুদ্দিন এনডিসি, নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক আহমেদ কবীর এবং তাহমীনা বেগম ফাউন্ডেশনের মহাসচিব হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা ( নতুন কারা মহাপরিদর্শক)। তাহমীনা বেগম ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক তাহমীনা বেগম।

পূর্ববর্তী নিবন্ধগণভবনে নির্বাচনী প্রচার চললে ব্যবস্থা: ইসি
পরবর্তী নিবন্ধআলাস্কায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প