তামিমকে ছাড়িয়ে গেলেন মুমিনুল

পপুলার২৪নিউজ ডেস্ক:

চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংসেও জ্বলে উঠেছেন মুমিনুল হক। জোরেশোরে কথা বলছে তার ব্যাট। এখন ৮৯ রানে অপরাজিত আছেন তিনি। এ রান করার পথে অনন্য কীর্তি গড়েছেন পয়েট অব ডায়নামো। ১ টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নিয়েছেন এ বাঁহাতি ব্যাটসম্যান।

এর আগে রেকর্ডটি ছিল বাংলাদেশ ড্যাশিং ওপেনার তামিম ইকবালের। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে ২৩১ রান করেছিলেন তিনি। প্রথম ইনিংসে ২৫ রান করেছিলেন দেশসেরা ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ২০৬ রানের ঐতিহাসিক ইনিংস। তার দুরন্ত ব্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট বাঁচিয়েছিল টাইগাররা।

শ্রীলংকার বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে ১৭৬ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন মুমিনুল। দ্বিতীয় ইনিংসে ফিফটি তুলে ছাড়িয়ে গেছেন তামিমকে। সব মিলিয়ে এখন পর্যন্ত এ টেস্টে বাঁহাতি টপ অর্ডারের সংগ্রহ ২৫১।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২০০ পেরিয়ে ২২১/৩। মুমিনুল ৮৯ রানে ব্যাট করছেন। ফিফটি তুলে নিয়েছেন লিটনও। তিনি খেলছেন  ৬২ রান নিয়ে।

পূর্ববর্তী নিবন্ধআইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধান বিচারপতির
পরবর্তী নিবন্ধমুমিনুল-লিটনে বাংলাদেশের লিড