ঢাবির সিনেট নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন রূপালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধান

পপুলার২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন-২০১৮ এর ফলাফল ঘোষণা করা হয় ২১ জানুয়ারী, রোববার। এতে ২৪ টিতে আওয়ামী সমর্থক এবং বিএনপি সমর্থকরা ১টিতে জয় লাভ করে। ঢাবি সিনেট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ১২৯৬৭ ভোট পেয়ে ১ম হয়েছেন রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিইও মো. আতাউর রহমান প্রধান। এতে একই প্যানেলের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ২য় হন। নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নাসরীন আহমাদ বলেন, নির্বাচন সুষ্ঠ হয়েছে।
গণতান্ত্রিক ঐক্য পরিষদের নির্বাচিত প্রার্থীরা হলেন-অধ্যাপক ড. অসীম সরকার, এ.আর.এম মঞ্জুরুল আহসান বুলবুল, এ এইচ এম এনামুল হক চৌধুরী, অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, এ বি এম বদরুদোজ্জা , অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, এম ফরিদ উদ্দিন, অধ্যাপক ড. এমরান কবীর চৌধুরী, এস এম বাহালুল মজনুন চুন্নু , অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী, নিজাম চৌধুরী, অধ্যাপক মাহফুজা খানম, অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সামাদ, অধ্যাপক মো. আব্দুল বারী, মো. আতাউর রহমান প্রধান, অধ্যাপক ডা.মো. আব্দুল আজিজ, মো. আলাউদ্দিন, মো. নাসির উদ্দিন, ড. মো.লিয়াকত হোসেন মোড়ল, রঞ্জিত কুমার সাহা, রামেন্দু কৃষ্ণ মজুমদার, অধ্যাপক ড. সাদেকা হালিম ও অধ্যাপক ড. সৈয়দ হুমায়ন অখতার।
জাতীয়তাবাদী পরিষদের নির্বাচিত একমাত্র প্রার্থী হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার।

 

 

পূর্ববর্তী নিবন্ধপরিবারকে রেঁধে খাওয়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পরবর্তী নিবন্ধছাতকে চাকুরী স্থায়ীকরনের দাবীতে সিএইচসিপিদের অবস্থান কর্মসূচী