ঢাবিতে সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা।

রোববার রাতে আন্দোলন চলার সময় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন এ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন।

শিক্ষার্থীরা জানান, সোমবার সকাল থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের বহনকারী কোনো গাড়ি প্রবেশ করেনি। হলের শিক্ষার্থীরাও কেউ বের হয়নি। ফলে পুরো ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।

গণিত বিভাগের এক শিক্ষক জানান, পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। তাই সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। ঊর্ধ্বতনরা বসার পর কী সিদ্ধান্ত আসে সেই অনুযায়ী পরবর্তী করণীয় ঠিক করা হবে। কেন্দ্রীয় লাইব্রেরিতেও আসেননি কোনো শিক্ষার্থী।

কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি চলছে।

পূর্ববর্তী নিবন্ধসন্তানের নামে শোয়েব-সানিয়ার দুজনেরই কর্তৃত্ব থাকবে
পরবর্তী নিবন্ধসিলেটে মা-ছেলে খুন, তরুণী গ্রেফতা