ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক : প্রায় ৫২ মিনিটের চেষ্টায় ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ১টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২টা ৩৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুপুর ১টা ৪৭ মিনিটে আমাদের কাছে খবর আসে ঢাকা শিশু হাসপাতালে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২টা ৩৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে আরও দুটি ইউনিট যায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধরাজধানীর শিশু হাসপাতালে আগুন
পরবর্তী নিবন্ধবিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে ঢুকে গেলো বাস, প্রকৌশলী নিহত