ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে স্থবির হয়ে পড়েছে যান চলাচলের স্বাভাবিক গতি।

মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি। আজ বৃহস্পতিবার ভোর থেকেই এ যানজট সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফ্লাইওভারের কাজ, দুইটি রেল ওভার ব্রিজ, ভাঙাচোরা ব্রিজ, রাস্তা এবং মহাসড়ক দেখা শোনার কাজে নিয়োজিত সড়ক ও জনপথ বিভাগসহ দুই সংস্থার মধ্যে সমন্বয়হীনতার অভাবই যানজট সৃষ্টির মূল কারণ। এ ছাড়া মহাসড়কের দুই পাশে ট্রাক দিয়ে মাটি ফেলার কারণে মহাসড়ক এখন অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ১ ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লাগছে ১০ ঘণ্টা। এতে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করছে।

পূর্ববর্তী নিবন্ধআজ পবিত্র লাইলাতুল কদর
পরবর্তী নিবন্ধসুন্দরগঞ্জে ঈদের পোশাক দেয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণ