ঢাকা -খুলনা মহাসড়ক মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

দেলোয়ার হোসেন মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিসিধি

ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর দাশেরহাট নামক স্থানে মা ফিলিং স্টেশনের সামনে ৮ মে বৃহস্পতিবার বিকাল ৪টার সময়ে ভাঙ্গা হতে গোপালগঞ্জগামী একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো -ঠ-১৪-৮৭২৩) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তর পাশে গাছের সাথে সংঘর্ষে ৩জন নিহত এবং ১জন গুরুত্বর আহত হয়েছে।

জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দাশেরহাট নামকস্থানে মা ফিলিং স্টেশনের সামনে ৮ মে বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৪টার সময়ে ভাঙ্গা হতে গোপালগঞ্জগামী একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ঠ-১৪-৮৭২৩) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে সংঘর্ষে দুইজন ঘটনাস্থলে মারা যায় এবং ২জনের অবস্থা আশাঙ্খজনক হওয়ায় মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ ও স্থানীয় জনগণ তাদেরকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ১জনকে মৃত্যু ঘোষনা করে এবং অপরজনের অবস্থা আশাঙ্খ জনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেন। নিহতরা হলেন ঢাকা দোহারের তানভীর,বরিশাল উজিরপুরের নাজমুল এবং গাড়ীর চালক লাভলু।

পূর্ববর্তী নিবন্ধওয়ালটনের ৭টি নতুন মডেলের স্মার্ট ফ্রিজ উন্মোচন
পরবর্তী নিবন্ধস্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম