ঢাকায় কচুয়া উপজেলা আওয়ামীলীগের প্রতিবাদ সভা

সাইফুল মিজান, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ঢাকাস্থ কাকরাইল আইডিইবি ভবনে কচুয়া উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম ধীরগতি হওয়ায় ও বিধি বর্হিভূত ভাবে এক নামধারী নেতাকে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনোনীত করার গুজবে গত বৃহস্পতিবার দুপুরে কাকরাইলস্থ আইডিইবি ভবনের সম্মেলন কক্ষে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
কচুয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা শাহবাগ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জি.এম আতিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোঃ শাহজাহানের পরিচালনায় এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মোঃ শাহজাহান শিশির, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ শহীদ উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামরুন্নাহার ভুইয়া, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল খালেক, ধর্ম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন ফরাজী মহসিন, শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার আঃ মোতালেব, আবুল খায়ের মজুমদার, হুমায়ুন কবির, অ্যাড. মোঃ শাহআলম ইকবাল, মোঃ জাহাঙ্গীর আলম মজুমদার, পৌর আওয়ামীলীগের সদস্য ইকবাল আজিজ শাহীন, কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. নুরুল ইসলাম মিয়াজী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য কামরুজ্জামান মজুমদার, কচুয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম কবীর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইঞ্জি. জহিরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের গবেষনা বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, ঢাবি মহসিন হল শাখা ছাত্রলীগের সভাপতি জহির রায়হান, সাবেক ছাত্র নেতা ডাঃ নিজাম উদ্দিন প্রমুখ। সভায় বক্তাগণ কচুয়া উপজেলা আওয়ামীলীগকে সুসংগঠিত করতে অনুপ্রবেশকারী, দালাল ও হাইব্রীড নামধারি নেতাদের কাছ থেকে দূরে থাকার আহবান জানান।
পরে সভার সিদ্বান্ত সমূহ ওই দিন রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপির নিকট তাঁর ঢাকাস্থ বাসভবনে হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনে হেরেও নাচলেন প্রেসিডেন্ট প্রার্থী লি পেন
পরবর্তী নিবন্ধকচুয়ায় প্রবীণ আওয়ামী লীগ নেতা বিলায়েত মাষ্টার গুরুতর অসুস্থ