ঢাকার পথে স্মিথ -ওয়ার্নাররা

পপুলার২৪নিউজ  ডেস্ক:

ঢাকার পথে স্মিথ বাহিনী

অবশেষে দীর্ঘ নাটকীয়তা আর ‘নিরাপত্তা’ সহ নানা অজুহাত শেষে ঢাকার পথে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশ সফরে আসছে অজিরা। এই ১১ বছরে অনেক পাল্টে গেছে ক্রিকেট। দুই দলের ক্রিকেটাররাও বলতে গেলে একে অপরের কাছে অপরিচিত।  বাংলাদেশ এখন নিজেদের শক্তিশালী হিসেবে প্রমাণ করেছে।  সব ঠিক থাকলে আজ (শুক্রবার) রাতে ঢাকায় এসে পৌঁছাবেন স্মিথ-ওয়ার্নাররা।

এর আগেই অবশ্য ঢাকায় এসে পৌঁছেছে দুই সদস্যের অজি নিরাপত্তা প্রতিনিধি দল। তারা ঘুরে দেখছেন প্রস্তুতি ম্যাচ ও মূল ম্যাচের ভেন্যু। খতিয়ে দেখছেন নিরাপত্তা ব্যবস্থা। ঢাকায় পৌঁছে অস্ট্রেলিয়া দল উঠবে হোটেল ‘র‍্যাডিসন ব্লু ‘ তে এরপর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের সময় চট্টগ্রাম র‍্যাডিসনে উঠবে স্মিথ বাহিনী।

অজি বোর্ডের বেতন ভাতা নিয়ে ক্রিকেটারদের ঝামেলার কারণে এই সিরিজ প্রায় ভণ্ডুল হয়ে যাচ্ছিল।

তবে শেষ পর্যন্ত দুই পক্ষ সমঝোতায় আসে। আজ ঢাকায় আসার পর আগামী ২২ আগস্ট একটা প্রস্তুতি ম্যাচ খেলবে অজিরা। ২৭ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম টেস্ট। ঈদের পর ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

পূর্ববর্তী নিবন্ধফিফা বর্ষসেরার প্রাথমিক তালিকায় যাঁরা
পরবর্তী নিবন্ধখেলাপি ঋণ থামছে না