ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশের মুখভার। দেখা নেই সূর্যের। এ অবস্থায় রোববার (৭ এপ্রিল) সকাল ৯টার পর ঢাকার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।

এদিকে শনিবার ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এসময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়।

বৃষ্টির প্রবণতা সোমবারও অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা কমতে পারে। তবে এরপর আবার বৃষ্টি কমে তাপমাত্রা ফের বাড়তে শুরু করতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বৃষ্টি হয়েছে। এ সময়ে সিলেটে ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

পূর্ববর্তী নিবন্ধ‘ক্রিকেট কাঠামো’ দেখতে অস্ট্রেলিয়া ভ্রমণে যাচ্ছেন বিসিবির ৭ কর্মকর্তা
পরবর্তী নিবন্ধপ্রেমিকার হাতে হাত রেখে প্রেক্ষাগৃহ থেকে বের হলেন ইশান