নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলমের ফাঁসি কার্যকর স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে জাহাঙ্গীরের ফাঁসি কার্যকর করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
সোমবার (১৭ জুলাই) হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
তাহের হত্যা মামলায় আরেকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন অধ্যাপক মিয়া মোহাম্মদ মহিউদ্দিন। এরমধ্যে জাহাঙ্গীরের ফাঁসি কার্যকর স্থগিত চেয়ে তার ভাই রিট করেছিলেন। তবে মহিউদ্দিনের বিষয়ে কোনো আবেদন করা হয়নি।
নিহত ড. এস তাহের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক ছিলেন। আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ছিলেন তাহেরের সহকর্মী একই বিভাগের শিক্ষক ও সহযোগী অধ্যাপক। আর তাহেরের বাসার কেয়ারটেকার ছিলেন জাহাঙ্গীর।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এন গোস্বামী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো রাসেল চৌধুরী। এছাড়া শুনানিতে অধ্যাপক তাহেরের আইনজীবী কন্যা শেগুফতা তাবাসসুম আহমেদ উপস্থিত ছিলেন।
২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাবি শিক্ষকদের আবাসিক কোয়ার্টারের বাসা থেকে নিখোঁজ হন অধ্যাপক তাহের। পরদিন বাসার পেছনের ম্যানহোল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই বছরের ৩ ফেব্রুয়ারি তাহেরের ছেলে সানজিদ আলভি আহমেদ হত্যা মামলা করেন।
এ মামলায় দুজনের মৃত্যুদণ্ড এবং জাহাঙ্গীরের ভাই নাজমুল হোসেন ও শ্যালক আব্দুস সালামকে যাবজ্জীবন কারাদণ্ড দেন উচ্চ আদালত। তবে খালাস পান রাবি শাখা ছাত্রশিবিরের তৎকালীন সভাপতি মাহবুবুল আলম সালেহী। এরমধ্যে মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের প্রাণ ভিক্ষার আবেদন নাকচ করে দেন রাষ্ট্রপতি।
আপিল ও রিভিউ পিটিশন খারিজের পর আসামিদের ফাঁসি কার্যকরে জেল কোড অনুযায়ী পদক্ষেপ নিতে উদ্যোগী হয় কারা কর্তৃপক্ষ। কিন্তু কারা কর্তৃপক্ষের সেই উদ্যোগ ঠেকাতে হাইকোর্টে রিট করেন জাহাঙ্গীর।
১১ জুলাই সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এসএন গোস্বামী রাজশাহী কারা কর্তৃপক্ষের কাছে জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত চেয়ে আবেদন করেন।
সেই আবেদনে বলা হয়, অধ্যাপক তাহেরের বাসার তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলমের ফাঁসি কার্যকর স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট পেন্ডিং। রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফাঁসি কার্যকর স্থগিত রাখতে বলা হয়েছে।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, আসামিদের প্রাণ ভিক্ষার আবেদন রাষ্ট্রপতি নাকচের পর জাহাঙ্গীর আলমের বিষয়ে একটি আবেদন পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।