ডেমরার জুতার কারখানায় আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ডেমরা থানা এলাকার রাজমহল সিনেমা হলের পাশে একটি টিনশেড ভবনের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুর ১টা ৫৭ মিনিটে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিটের ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ডেমরা থানা এলাকার রাজমহল সিনেমা হলের পাশে ওই জুতার কারখানায় বেলা ১টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। ঘণ্টাখানেকের প্রচেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও কোনো হতাহতের খবর জানাতে পারেননি।

পূর্ববর্তী নিবন্ধবর্তমানে আক্রান্তদের ২০ শতাংশেরই ওমিক্রন
পরবর্তী নিবন্ধ‘বাকশাল দিবস’ পালন করবে বিএনপি