‘ডু অর ডাই’ ম্যাচের আগে অনুরোধ মুস্তাফিজদের মালিকের, গ্রাহ্য করেনি বোর্ড

স্পোর্টস ডেস্ক:
আইপিএল প্লে-অফের লাইনআপ চূড়ান্ত হয়ে যেতে পারে আজই। ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে জিতলেই চতুর্থ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নেবে হার্দিক পান্ডিয়ার দল। অন্যদিকে, টিকে থাকতে জয়ের বিকল্প নেই দিল্লির। এমন সমীকরণের ম্যাচে বাগড়া বসাতে পারে মুম্বাইয়ের আবহাওয়া।

স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে মুম্বাইয়ে। পাশাপাশি ৫০-৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ও বইতে পারে। ওয়াংখেড়ে স্টেডিয়াম আরব সাগরের পাশেই। ফলে ঝড়-বৃষ্টির প্রভাব সেখানে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

এমন আবহাওয়ার পূর্বাভাসের মধ্যেই বোর্ডকে মেইল পাঠিয়ে ম্যাচ অন্য মাঠে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন দিল্লির সহ-মালিক পার্থ জিন্দাল। আইপিএলের প্লে-অফের দৌড়ে থাকতে গেলে বুধবারের ম্যাচ দিল্লির জন্য মহাগুরুত্বপূর্ণ। টিকে থাকতে গেলে জিততেই হবে। কিন্তু ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে সমস্যায় পড়বে তারা। সুবিধা হবে মুম্বাইয়ের। তখন মুম্বাইয়ের হবে ১৫ পয়েন্ট। দিল্লির ১৪ পয়েন্ট। রান রেটে এগিয়ে থাকাও মুম্বাইয়ের পক্ষে যাবে।

মঙ্গলবার ভারতের আবহাওয়া দপ্তরের তরফে আগামী চার দিনের জন্য মুম্বাইয়ে সতর্কতা জারি করা হয়েছে। ঠিক যেভাবে বৃষ্টির জন্য বেঙ্গালুরু-হায়দরাবাদ ম্যাচ লখনৌয়ে সরানো হয়েছে, সেভাবেই মুম্বই-দিল্লি ম্যাচ অন্যত্র সরানোর অনুরোধ করেছিলেন জিন্দাল। লিখেছেন, “মুম্বাইয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্ভবত মুম্বাই-দিল্লি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাবে। বেঙ্গালুরু থেকে ম্যাচ সরানোর পর বোর্ডের উচিত ধারাবাহিকতা দেখানো। লিগের স্বার্থে এই ম্যাচ অন্য কোথাও সরিয়ে দেওয়ার অনুরোধ করছি।”

জিন্দাল চিঠি লিখলেও এত কম সময়ে আইপিএলের ম্যাচ সরিয়ে ফেলা সম্ভব নয়। দুই দলই এখন মুম্বাইয়ে রয়েছে। মাঠ বদলাতে হলে ম্যাচের দিনও বদলাতে হতে পারে, যা এই মুহূর্তে অসম্ভব বলেই মনে করা হচ্ছে। যে কারণে গ্রাহ্য করেনি বিসিসিআই।

পূর্ববর্তী নিবন্ধটিকিট নিয়ে ‘উল্টো’ রথে বাফুফে
পরবর্তী নিবন্ধ‘হাতের শিরা কেটে ফেলা উচিত’- শাহরুখকে দেখেই বললেন ওয়ামিকা