ডিএসইতে সাড়ে ৪ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন


পপুলার২৪নিউজ ফিরোজ মিয়া: দেশের পুঁজিবাজারে পালে হাওয়া লেগেছে। আজ সপ্তাাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এই নিয়ে তিন কার্যদিবস ধরে পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আর্থিক লেনদেন বিগত সাড়ে ৪ মাসের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে। এ দিন মূল্যসূচকেও রেকর্ড হয়েছে। তবে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে। এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩১ পয়েন্টে। যা সূচকটির যাত্রার শুরুর ২০১৩ সালের ২৭ জানুয়ারি থেকে ১১ জুলাই পর্যন্ত বা যাত্রার সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ৩২০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি বা বিগত প্রায় সাড়ে ৪ মাসের মধ্যে সর্বোচ্চ। এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানির মধ্যে ১০৭টি বা ৩২.৩৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৯৫টি বা ৫৮.৯১ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি বা ৮.৭৬ শতাংশ কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এ দিন কোম্পানির ৬০ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা কেয়া কসমেটিকসের ৫৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইসলামি ব্যাংক।

পূর্ববর্তী নিবন্ধবিচার বিভাগ নিয়ে সংসদে আলোচনা করার এখতিয়ার সংসদ সদস্যদের নেই
পরবর্তী নিবন্ধস্মার্টফোন চার্জ দেওয়ার সময়ে যে দশটি ভুল করবেন না