ডিএনসিসির ১২ মার্কেট ১৪১ ভবন ঝুঁকিপূর্ণ : আনিসুল হক

35পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১২ মার্কেট ও ১৪১টি ভবন ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন মেয়র আনিসুল হক। মঙ্গলবার দুপুরে গুলশান ২ এর ৯০ নম্বর সড়কের ইউনিমার ভবনে ডিএনসিসির মার্কেট ও ব্যক্তি মালিকানাধীন ঝুকিপূর্ণ ভবন সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান। আনিসুল হক বলেন, সিটি করপোরেশনের আওতাধীন ৭টি জায়গায় এ মার্কেটগুলো রয়েছে। মার্কেটগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ছাড়া ১৪১ ভবনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে রাউজের ঘোষণা অনুযায়ী ৩২১টি ভবন ঝুঁকিপূর্ণ। এ মধ্যে ১৪১টি ভবন উত্তর সিটি করপোরেশনে রয়েছে। ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো চিহ্নিত করেন বুয়েটের ইঞ্জিনিয়ার ও ভবনগুলো চিহ্নিত করেন রাজউক ও উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তারা।

মেয়র বলেন, সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে গুলশান ২ এর কাঁচা-পাক‍া মার্কেট, খিলগাঁওয়ের কাঁচা মার্কেট, খিলগাঁও সুপার মার্কেট, কারওয়ান বাজার কাঁচা ও চিকেন মার্কেট, মোহাম্মদপুর টাউন হল মার্কেটসহ এরকম ১২টি মার্কেট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কিন্তু এ ঝুঁকির বিষয়টি মার্কেট কর্তৃপক্ষকে নোটিশ দিয়ে অবগত করা হয়েছে। কিন্তু মার্কেটের ব্যবসায়ীরা এর কোনো তোয়াক্কা করছেন না।

মার্কেটগুলো থেকে কেন ব্যবসায়ীদের সরানো হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে  মেয়র বলেন, আমরা এ‌ মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না ব্যবসায়ীদের কারণে। আমরা এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে আলোচনা করছি। সংবাদ সম্মেলন প্রজেক্টরের মাধ্যমে ঝুঁকিপূর্ণ মার্কেট ও ভবনের ছবি দেখানো হয়। মেয়র আসিনুল হকসহ সিটি করপোরেশনের কর্মকর্তার‍া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধশাকিরার সঙ্গে পলকের সেলফি
পরবর্তী নিবন্ধখাদিজাকে বাঁচাতে কনসার্ট