ডায়াবেটিস থেকে দাঁত ও মাড়ির সমস্যা

পপুলার২৪নিউজ ডেস্ক:
ডায়াবেটিস আমাদের সমাজে মহামারী আকার ধারণ করেছে। ডায়াবেটিস বা রক্তে অতিমাত্রায় সুগার থেকে দাঁত ও মাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। এক্ষেত্রে জীবাণু সংক্রমণের কারণে দাঁতের ওপর একটি চটচটে আবরণ পড়তে পারে। কারণ সুগার বা গ্লুকোজ মুখগহ্বরে জীবাণু তৈরিতে সাহায্য করে।

ডায়াবেটিস থেকে দাঁত ও মাড়ির কী ক্ষতি হয় মাড়ি থেকে রক্ত ঝরে, মাড়ি তার বর্ণ হারিয়ে লাল, কালচে রং ধারণ করে, মাড়ি ফুলে যায়, মাড়ি দাঁত থেকে সরে আসে, ফলে দাঁত লম্বা দেখায়, নিঃশ্বাসে দুর্গন্ধ হয়, দাঁত পড়েও যেতে পারে।

কীভাবে দাঁত ও মাড়ি সুস্থ ও সবল রাখা যায়

চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্তে গ্লুকোজের পরিমাণ যতটা সম্ভব স্বাভাবিক মাত্রায় রাখতে হবে। দিনে অন্তত একবার ডেন্টাল ফ্লস ব্যবহার করুন। আপনার দাঁতের চিকিৎসকের কাছে জানতে হবে কীভাবে দাঁত ব্রাশ ও ডেন্টাল ফ্লস ব্যবহার করতে হয় এবং আপনার জন্য সঠিক ব্রাশ ও পেস্ট কোনটি।

ওপরের সমস্যা দেখা দিলে অতি শিগগির ডেন্টাল বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন। বছরে অন্তত দু’বার দাঁত ও মাড়ি বিশেষজ্ঞ ডেন্টাল সার্জনের কাছে গিয়ে পরিষ্কার করাবেন।

অধ্যাপক ডা. মেহেদি মাসুদ রানা
বিভাগীয় প্রধান, পাইওনিয়ার ডেন্টাল কলেজ
ডেন্টি হোপ, বনানী, ঢাকা।
মোবাইল : ০১৭১১১০৬৩৯৭।

পূর্ববর্তী নিবন্ধসানিয়াকে আইটেম গানের প্রস্তাব
পরবর্তী নিবন্ধএমপি রানার জামিন নিয়ে হাইকোর্টের রুল