আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতি ও বৈদেশিক সম্পর্কের আমূল পরিবর্তনের পরিকল্পনা করেছেন। ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিস্তৃত সংকটে তার সক্রিয়তা এক প্রজন্মের মধ্যে সবচেয়ে তীব্র কূটনৈতিক তৎপরতা বলে বিবেচিত হচ্ছে। কিন্তু তিনি নিজেকে যেমন দক্ষ চুক্তিকারী (ডিল মেকার) দাবি করেন, বাস্তবতা তার কতটা কাছাকাছি?
এ কথা অস্বীকার করা যাবে না, ট্রাম্পের উদ্যম ও উচ্চাকাঙ্ক্ষা ব্যাপক। গত ৬ মে তিনি হুথিদের সঙ্গে একটি চুক্তি করেন। ১০ মে ভারত-পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতির কৃতিত্ব দাবি করেন। পরদিন তার দূত ইরানের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করেন। ১২ মে যুক্তরাষ্ট্র ও চীন বাণিজ্যিক সংঘাতে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে। ট্রাম্প এখন উপসাগরীয় অঞ্চলে রয়েছেন, যেখানে তিনি সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং দীর্ঘ ২৫ বছর পর সে দেশের প্রেসিডেন্ট আহমেদ আল-শারা’র সঙ্গে সাক্ষাৎ করেছেন। গাজা সংকটও আলোচনায় এসেছে। ১৫ মে ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেন বৈঠকের উদ্যোগও তার।
বসফরাস থেকে ব্রহ্মপুত্র অবধি, ট্রাম্প চিরাচরিত নীতিকে চ্যালেঞ্জ জানাতে চান। তিনি এক হাজার হুথি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছেন। কখনো হুমকি দেন—ইরানে হামলা, ইউক্রেনকে ছেড়ে দেওয়া বা ন্যাটোকে দুর্বল করার। আবার কোনো কোনো সংকটকে অবহেলা করে তীব্র হতে দেন, যেমন ভারত-পাকিস্তান দ্বন্দ্বে পাকিস্তান পারমাণবিক হামলার ইঙ্গিত না দেওয়া পর্যন্ত কোনো হস্তক্ষেপ ছিল না। চীনের ওপর ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করে বাণিজ্য ব্যবস্থায় ধাক্কা, ওয়াল স্ট্রিটে ধস ও ডলারের ওপর চাপ সৃষ্টি করেছেন।
এই উন্মাদনার পরই আসে আপসের পালা। শত্রুদের সঙ্গে আলোচনায় বসে বাণিজ্য চুক্তি ও বিনিয়োগের ভাষায় সমাধান খোঁজেন ট্রাম্প। ৩০ এপ্রিল ইউক্রেনের সঙ্গে খনিজসম্পদ চুক্তি করেছেন। উপসাগরীয় সফরে যুদ্ধবিমান, কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদি নিয়ে বড় অঙ্কের বাণিজ্যের ঘোষণা দিয়েছেন। ভারত-পাকিস্তানকে তিনি বলেছেন, পারমাণবিক ক্ষেপণাস্ত্র নয়, বাণিজ্য হোক।
এই বাস্তববাদ থেকে কিছু ইতিবাচক ফলও এসেছে। মধ্যপ্রাচ্যে অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে সিরিয়ার সঙ্গে সম্পর্ক মেরামতের সিদ্ধান্ত সময়োচিত। ইসরায়েল ও আরব রাষ্ট্রগুলোর মধ্যে আব্রাহাম চুক্তিও তার প্রথম মেয়াদের সাফল্য। ন্যাটোর দেশগুলো প্রতিরক্ষা ব্যয় বাড়িয়েছে। ২ এপ্রিল বড় শুল্ক ঘোষণার পর সৃষ্ট ধস কাটিয়ে উঠেছে মার্কিন শেয়ারবাজার।
ট্রাম্পের চুক্তির সমস্যা কোথায়?
তবে মূল সংকট হলো, ট্রাম্প সংকট সৃষ্টি করতে পারলেও তা সমাধানে কৌশলী নন। তার অর্জিত চুক্তিগুলো খুবই সীমিত। চীনের সঙ্গে ট্রেড ট্রুস কেবল পণ্যে শুল্ক নিয়েই; বড় পরিসরে বাণিজ্যিক বিরোধ অমীমাংসিত রয়ে গেছে। ৮ মে যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্যচুক্তিও ছিল অগভীর। হুথিদের সঙ্গে চুক্তি সম্ভবত শুধু মার্কিন জাহাজের ক্ষেত্রেই প্রযোজ্য, যা মোট চলাচলের সামান্য অংশ। ইরানের সঙ্গে আলোচনা পারমাণবিক সমৃদ্ধিকরণ পর্যন্তই সীমিত; ক্ষেপণাস্ত্র ও মিলিশিয়াদের বিষয় বাদ পড়েছে—যা ওবামার আমলে যে চুক্তি হয়েছিল, তার চেয়েও অগ্রগতি নেই।
এসব চুক্তি দীর্ঘস্থায়ী হবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে। ট্রাম্প শুধু আলোচনা করান, গ্যারান্টার বা কার্যকর চাপদাতা হন না। জানুয়ারিতে গাজার অস্ত্রবিরতি মাত্র ৫৮ দিন স্থায়ী হয়। হুথিরা এরপরও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ৯০ দিনের, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের প্রস্তাবিত যুদ্ধবিরতি মাত্র ৩০ দিনের। পাকিস্তানের পরমাণু হুমকির পর ট্রাম্প এত সহজে দেশটির দাবি মেনে নেওয়ায় ভারত ভবিষ্যতে আরও জোরালো হামলা চালাতে উৎসাহিত হতে পারে। চীন ইস্যুতে পিছু হটার পর ট্রাম্প ‘একীকরণ’ শব্দ বলেছিলেন, যা পরে প্রত্যাহার করা হলেও তাইওয়ানকে আতঙ্কিত করেছে।
এই সীমাবদ্ধতা অর্থনীতিতেও প্রভাব ফেলছে। অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা দোদুল্যমান। শেয়ারবাজার ঘুরে দাঁড়ালেও ডলার এখনো দুর্বল। বাণিজ্য ও সামুদ্রিক চলাচলে দীর্ঘমেয়াদে অস্থিরতার পূর্বাভাস মিলছে।
আন্তর্জাতিক কূটনীতিতেও এই অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। প্রকাশ্যে তাকে প্রশংসা করলেও বহু রাষ্ট্রনেতা গোপনে ব্যর্থতার প্রস্তুতি নিচ্ছেন। ‘উসকে দাও, তারপর আপস করো’—এই কৌশল বারবার ব্যবহার করে ফেলার ফলে তা ধীরে ধীরে কার্যকারিতা হারাচ্ছে। ভবিষ্যতে হয়তো কিছু চুক্তি টিকে থাকবে, কিন্তু সেই সাফল্যের মূল্য হবে দীর্ঘস্থায়ী অস্থিরতা।