ট্রাম্পের প্রথম বিদেশ সফর সৌদি আরবে

পপুলার২৪নিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের প্রথম বিদেশ সফরে সৌদি আরবে যাচ্ছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

বৃহস্পতিবার এই সফরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন ফাউন্ডেশন গড়ার বিষয়ে কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

পরে তিনি ইসরাইল ও ভ্যাটিকান সিটি সফরেও যাবেন বলে জানা গেছে।

এছাড়া ন্যাটো এবং জি সেভেন সম্মেলনে ব্রাসেলস ও সিসিলিতেও যাবেন তিনি।

হোয়াইট হাউস কর্মকর্তারা জানান, ট্রাম্পের সফরের সময় আরব উপসাগরের অন্যান্য দেশগুলোর প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

সফর শেষে উগ্র ইসলামবাদীদের বিপক্ষে জোর তৎপরতা চালাতে বাস্তব ফল আসবে বলে ধারণা করেন ট্রাম্প।

হোয়াইট হাউসের সিনিয়র এক কর্মকর্তা জানান, আরব দেশগুলোর সঙ্গে একীভূত হয়ে কাজ করে উগ্র ইসলামবাদী ও ইরানকে শায়েস্তা করতে একটি ফ্রেমওয়ার্ক নির্মাণের চেষ্টা চলছে। এছাড়া মার্কিন মিত্র আরব দেশগুলোকে বিশেষ নিরাপত্তা প্রদানের কাজও চলছে।

পূর্ববর্তী নিবন্ধরামপালের দূষণ নরসিংদী থেকে কলকাতা পর্যন্ত ছড়াবে
পরবর্তী নিবন্ধস্ত্রীসহ কোরীয় কূটনীতিককে পেটালেন পাক কর্মকর্তা