ট্রাম্পকে ছাড়লেন উবার প্রধান

পপুলার২৪নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টার পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অ্যাপসভিত্তিক জনপ্রিয় ক্যাব সার্ভিস উবারের প্রধান নির্বাহী ট্রাভিস কালানিক।

উবার জানিয়েছে, সাধারণ মানুষের সমালোচনার হাত থেকে প্রতিষ্ঠানকে বাঁচতে তিনি ট্রাম্পের উপদেষ্টা ফোরাম থেকে পদত্যাগ করেছেন। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওপর নিষেধাজ্ঞা আরোপে যে সব প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হওয়ার আশংকা রয়েছে, উবার তার অন্যতম।

প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ক্ষতিগ্রস্তকর্মী বিশেষ করে বেকার হতে যাওয়া গাড়ি চালকদের সহায়তার জন্য ৩০ লাখ মার্কিন ডলারের তহবিল গঠন করছে।

কেবলমাত্র নিউইয়র্কেই উবারের ৪০ হাজার চালক রয়েছেন, যাদের বেশির ভাগই অভিবাসী। ট্রাভিস কালালিক ট্রাম্পের উপদেষ্টা ফোরাম থেকে তার পদত্যাগের কথা বৃহস্পতিবার প্রতিষ্ঠানের কর্মীদের জানান।

পূর্ববর্তী নিবন্ধপাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
পরবর্তী নিবন্ধপাবনায় স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা