ট্রাকচাপায় আসামি নিহতের ঘটনায় ৪ পুলিশ ক্লোজড

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
পুলিশের হাত থেকে পালাতে গিয়ে ট্রাকচাপায় রিপন চন্দ্র দাস (২২) নামে অপহরণ মামলার এক আসামির নিহতের ঘটনায় গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার এসআইসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- এসআই রাজু আহম্মেদ, কনস্টেবল শাহানুর রহমান, মোস্তাফিজার রহমান ও নার্গিস বেগম।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাদের প্রত্যাহার করে গাইবান্ধা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

গাইবান্ধার সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল আলম জানান, দায়িত্ব অবহেলার কারণে ওই চার পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।

এছাড়া এ ঘটনা একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান, গত ৩০ মে সকালে রিপন চন্দ্র দাস এক কিশোরীকে (১৪) অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ওই কিশোরীর বাবা রিপন চন্দ্র দাসকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

পরে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বগুড়ার কাহালু উপজেলার একটি বাড়ি থেকে ওই মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। পরে রিপন চন্দ্র দাসকে গ্রেফতার করে একটি মাইক্রোবাসে করে সুন্দরগঞ্জ থানায় আনা হচ্ছিল।

পথে রিপন প্রকৃতির ডাকে সাড়া দেয়ার কথা বললে পুলিশ তাকে মহাসড়কের পাশে নামিয়ে দেয়। এসময় তিনি দৌড়ে পালাতে গেলে রংপুরগামী একটি ট্রাকের নিচে চাপা পড়েন। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধম্যানচেস্টায় হামলায় আহতদের সঙ্গে আরিয়ানা
পরবর্তী নিবন্ধসবজির দাম কমলেও রসুনের দাম বেড়ে দ্বিগুন