ট্যাক্স কার্ড পাচ্ছে ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক : ২০২২-২৩ করবছরের জন্য মোট ১৪১ ব্যক্তি, কোম্পানি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা করদাতা হিসেবে ‘ট্যাক্স কার্ড’ দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) মনোনীতদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে রাজস্ব সংগ্রহের প্রধান এ সংস্থা।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব নুসরাত জাহান নিসুর সই করা এ গেজেটে ৭৬ ব্যক্তি, ৫৪ কোম্পানি ও অন্যান্য ক্যাটাগরিতে ১১টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড প্রদান করা হবে।

এদিকে ফের সেরা করদাতা হয়েছেন জর্দা ব্যবসায়ী মো. কাউছ মিয়া। ২০২২-২৩ করবর্ষের জন্য সেরা করদাতা হন। মো. কাউছ মিয়া হাকিমপুরী জর্দার স্বত্বাধিকারী। তিনি ছাড়াও আরও চার ব্যবসায়ী সেরা করদাতা হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবিনা পরোয়ানায় কাউকে গ্রেফতার করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধসেনাবাহিনীকে ২-১ গোলে হারিয়ে সেমিতে বসুন্ধরা কিংস