টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

 

পপুলার২৪নিউজ হায়দার হোসেন গোপালগঞ্জ প্রতিনিধি: 

আজ জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। প্রধানমন্ত্রী হিসেবে পুষ্পস্তবক অর্পণের পর অাওয়ামী লীগের সভাপতি হিসেবে দ্বিতীয়বার পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী।এ সময় শিল্পমন্ত্রী অামির হোসেন অামু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল অাহমেদ, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ অাশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। এ ছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিন বাহিনীর প্রধানরাও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী মসজিদ প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মহফিলে অংশগ্রহণ করেন। মিলাদ মাহফিলে এলাকার নেতাকর্মীসহ সাধারণ মানুষরাও অংশ নেন।
পূর্ববর্তী নিবন্ধহজ ফ্লাইটে আর কোনো সংকট নেই : হজ পরিচালক
পরবর্তী নিবন্ধফের এক নম্বর সাকিব আল হাসান