টিলারসনের সফরের আগে সেনা কমান্ডারকে সরাল মিয়ানমার

পপুলার২৪নিউজ ডেস্ক:
রাখাইনে রোহিঙ্গা নির্যাতনে নেতৃত্ব দেয়া ‘ওয়েস্টার্ন কমান্ড’-এর প্রধান জেনারেল মং মং সোকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে মিয়ানমার।

শুক্রবার এক সরকারি আদেশে তাকে সরানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে মং মং সোর স্থলাভিষিক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সো টিন্ট নেইং। তবে সোকে নতুন কোনো দায়িত্ব দেয়া হয়নি। তাকে কি কারণে সরিয়ে দেয়া হয়েছে তাও সরকারি আদেশে উল্লেখ করা হয়নি।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বুধবার মিয়ানমার সফর করবেন।

তার আগে মং মং সোকে সরানোর এ সিদ্ধান্ত নিল মিয়ানমার সরকার।

রোহিঙ্গা নিপীড়ন ইস্যুতে মিয়ানমার সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব উঠেছে মার্কিন সিনেটে।

চলতি সফরে মিয়ানমারের জেনারেলদের প্রতি সংকট সমাধানে শক্ত বার্তা দিতে পারেন টিলারসন।

মং মং সোকে প্রত্যাহারের কারণ জানাতে পারেননি মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল অ্যা লোইন।

তিনি বলেছেন, তাকে নতুন কোনো দায়িত্ব দেয়া হয়নি, রিজার্ভে রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঠাণ্ডার কারণে পিছিয়ে গেল ভবঘুরের শুটিং
পরবর্তী নিবন্ধরাখাইনে কোনো নির্যাতনের ঘটনা ঘটেনি: মিয়ানমার সেনাবাহিনী