টিলারসনই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকছেন

পপুলার২৪নিউজ ডেস্ক:
রেক্স টিলারসনই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পদে থাকছেন। তাকে সরিয়ে দেয়ার পরিকল্পনার কথা নাকচ করেছে মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউজ।
বৃহস্পতিবার হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, যুক্তরাষ্ট্রের  শীর্ষ এই কূটনীতিকই ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্ব দিয়ে যাবেন’।
বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে জানিয়েছে, টিলারসনকে সরিয়ে দেয়ার পরিকল্পনা সংক্রান্ত খবর ‘সত্য নয়’।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে টিলারসনকে সরিয়ে দেয়ার পরিকল্পনা খবর প্রকাশিত হয়।

সর্বপ্রথম দি নিউইয়র্ক টাইমস ও ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিন এ খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, হোয়াইট হাউজ কয়েক সপ্তাহের মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে টিলারসনকে সরিয়ে দিয়ে তার স্থলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান মাইক পম্পিওকে বসানোর পরিকল্পনা করেছে।

বিভিন্ন বৈদেশিক নীতি নিয়ে, বিশেষ করে উত্তর কোরিয়া বিষয়ে ট্রাম্পের সঙ্গে টিলারসনের মতবিরোধের জেরে এ পরিবর্তন আনা হতে পারে বলে ওইসব প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয়।
পূর্ববর্তী নিবন্ধওরা কারা, যারা বিয়ের সংবাদে ‘ডিভোর্স কবে’ কমেন্ট করে?
পরবর্তী নিবন্ধখালেদা জিয়া বা কোন ব্যাক্তিই আইনের উর্দ্ধে নয়: ইনু