টিপু হত্যা: মুসাকে ১৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যা মামলায় গ্রেফতার সুমন শিকদার মুসাকে ১৫ দিনের রিমান্ডে চাইবে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ইন্টারপোলের সহযোগিতায় ওমান থেকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা মুসাকে পর শুক্রবার (১০ জুন) আদালেতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

শুক্রবার (১০ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, ‘ডাবল মার্ডারের ঘটনায় বগুড়া থেকে গ্রেফতার শুটার মাসুম মোহাম্মদ ওরফে আকাশের স্বীকারোক্তিমূলক জবাববন্দিতে মূল পরিকল্পনাকারী ও সমন্বয়কারী হিসেবে মুসার নাম আসে। পরে জানা যায়, মুসা ঘটনার আগেই ১২ মার্চ দেশ ছেড়ে সংযুক্ত আরব আমিরাত চলে যান। তার সন্ধান পেতে ৬ এপ্রিল পুলিশ সদরদপ্তরের এনসিবি শাখায় যোগাযোগ করা হয়।’

পূর্ববর্তী নিবন্ধঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
পরবর্তী নিবন্ধবেড়েছে তেল, মুরগির দাম, কমেছে চাল-সবজির