টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

পপুলার২৪নিউজ ডেস্ক:

শুরু হয়ে গেল ত্রিদেশীয় সিরিজ। শুক্রবার প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে টিম টাইগার। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। গত কয়েকটি প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডে সর্বশেষ প্রস্তুতি ম্যাচে প্রায় ৪০০ রান তুলেছিল মাশরাফিরা।

এক ম্যাচ নিষেধাজ্ঞায় থাকা নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আজকের ম্যাচটি খেলতে পারছেন না। তার বদলে অধিনায়কত্ব করবেন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

সিরিজের অপর দল নিউজিল্যান্ড।  প্রত্যক দল একে অপরের বিপক্ষে ২বার করে খেলবে। প্রত্যক দলের ৪টি করে ম্যাচ। শীর্ষ পয়েন্ট পাওয়া দলটি হবে চ্যাম্পিয়ন। পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থানে থাকা দলটি হবে রার্নাস-আপ।

বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, নাসির হোসেন, শফিউল ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হেসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, শুভাশিষ রায় ও সানজামুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি নেতা টুকু জামিনে মুক্ত
পরবর্তী নিবন্ধদুই ছাত্রী ধর্ষণ: সাফাত – সাদমান আদালতে