টসে হেরে ব্যাটিংয়ে মাশরাফির রংপুর

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

দেখতে দেখতে শেষ সীমায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। ফাইনালে শিরোপার লড়াইয়ে মুখোমুখি দুই দল ঢাকা ডায়নামাইটস আর রংপুর রাইডার্স। মিরপুরে এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতেছে ঢাকা। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দলটির অধিনায়ক সাকিব আল হাসান।

প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে সবার আগে ফাইনালে নাম লিখিয়েছে ঢাকা ডায়মাইটস। পয়েন্ট তালিকার সেরা দুইয়ে থাকতে না পারায় রংপুর রাইডার্সকে অবশ্য দুটি বাধা পেরিয়ে ফাইনালে আসতে হয়েছে। প্রথম এলিমিনেটরে তারা হারায় খুলনা টাইটান্সকে। আর দ্বিতীয় এলিমিনেটরে বিদায় করে দেয় তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।

মাশরাফি বিন মর্তুজার সামনে আজ চতুর্থ শিরোপার হাতছানি। এর আগে ঢাকার হয়ে দুইবার আর কুমিল্লার হয়ে একবার ট্রফি জিতেছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। এবার তারই যোগ্য নেতৃত্বে প্রথমবারের মত ফাইনালে নাম লিখিয়েছে রংপুর রাইডার্স।

সাকিব আল হাসানের সামনেও দ্বিতীয় শিরোপা জয়ের সুযোগ আজ। এর আগে ঢাকার হয়েই একবার ট্রফি জিতেছেন সাকিব। আজ জিতলে একই দলের হয়ে দ্বিতীয়বারের মত আনন্দে ভাসবেন বাংলাদেশ দলের টেস্ট আর টি-টোয়েন্টি অধিনায়ক।

দেখা যাক, দুই অধিনায়কের লড়াইয়ে শেষ হাসিটা কে হাসেন!

পূর্ববর্তী নিবন্ধনতুন আচরণবিধিতে সুপ্রিম কোর্টের ক্ষমতা কমেনি, একটু বেড়েছে:আইনমন্ত্রী
পরবর্তী নিবন্ধধর্ষণের পর খুন : যেভাবে ধরা খেলেন আমির