ঝড়ো সেঞ্চুরিতে একাধিক বিশ্বরেকর্ড অসি উইকেটরক্ষকের

শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরটি যেনো স্বাগতিক দেশটির জন্য রেকর্ডের সফরে পরিণত হয়েছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুই ইনিংসে দুই সেঞ্চুরি দেখেছিল ক্রিকেট বিশ্ব। এবার তৃতীয় ম্যাচে দেখল টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের বিশ্বরেকর্ড।

বুধবার নর্থ সিডনি ওভালে লঙ্কান নারী দলকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে খেলতে নেমেছে অস্ট্রেলিয়ান নারী ক্রিকেট দল। আগে ব্যাট করে দাঁড় করিয়েছে ২২৬ রানের বিশাল সংগ্রহ। হোয়াইটওয়াশ এড়াতে ২২৭ রানের অসাধ্য সাধন করতে হবে শ্রীলঙ্কান দলকে।

অস্ট্রেলিয়ার এ বিশাস সংগ্রহ দাঁড় করানোর পেছনে সবচেয়ে বড় অবদান উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালিসা হিলির। যিনি গড়েছেন একাধিক বিশ্বরেকর্ড। ইনিংসের সূচনা করতে নেমে পুরো ২০ ওভার খেলেছেন হিলি। ইনিংসের একদম শেষ বলে ৪ মারতে পারলেই হয়ে যেত ব্যক্তিগত ১৫০ রান। কিন্তু ২ রান নেয়ায় তা হয়নি।

তবে ৬১ বলে ১৯ চার ও ৭ ছক্কার মারে ১৪৮ রানের অপরাজিত ইনিংস খেলে রেকর্ডের পাতায় ঝড় তুলেছেন হিলি। নারী টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের রেকর্ড। তিনি ভেঙে দিয়েছেন তারই অধিনায়ক মিগ ল্যানিংয়ের করা ১৩৩ রানের রেকর্ডটি।

Healy-2

চলতি বছরের জুলাইতে ইংল্যান্ডের নারীদের বিপক্ষে ১৩৩ রানের ইনিংস খেলেছিলেন ল্যানিং। মজার বিষয় হলো হিলি যখন এ রেকর্ডটি ভেঙেছেন, তখন অপরপ্রান্তে ছিলেন ল্যানিং। ননস্ট্রাইকে দাঁড়িয়েই নিজের রেকর্ড সতীর্থের কাছে যেতে দেখেছেন ল্যানিং।

অবশ্য শুধু নিজের অধিনায়কের রেকর্ড ভেঙেই থেমে যাননি হিলি। গড়েছেন আরও একটি অসাধারণ রেকর্ড। নারী-পুরুষ উভয় ধরনের ক্রিকেট মিলিয়ে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রানের ইনিংস খেলা ক্রিকেটার এখন তিনি। নারীদের ক্রিকেটে প্রথম উইকেটরক্ষক হিসেবে সেঞ্চুরি করা ক্রিকেটারও হিলি।

২০১২ সালের বিশ্ব টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ১২৩ রান করেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। সে রেকর্ডটি ভেঙে আজ ১৪৮ রানের অপরাজিত ইনিংস খেললেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান।

লঙ্কান বোলারদের তুলোধুনো করে ৬১ বলে ১৪৮ রান করার পথে মাত্র ৪৬ বলে সেঞ্চুরি পূরণ করেছিলেন হিলি। যা কি না নারী টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮ বলে সেঞ্চুরি করে এ রেকর্ড নিজের কাছে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের দেবেন্দ্র ডটিন।

পূর্ববর্তী নিবন্ধদলে ফিরলেন মেসি-দেম্বেলে
পরবর্তী নিবন্ধবৈঠকের ঘোষণা দিয়েই ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া