ঝড়বৃষ্টিতে রাস্তায় গাছ পড়ে ধানমন্ডিতে তীব্র যানজট

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
সকালে হঠাৎ বৃষ্টি! রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ সোমবার সকালে ঝড়ের সঙ্গে বৃষ্টি হয়েছে। এতে কোথাও জমেছে পানি আবার কোথাও রাস্তায় তৈরি হয়েছে খানাখন্দ। এদিকে ঝড়-বৃষ্টিতে রাজধানীর ধানমন্ডির ৬-এ সড়কে একটি গাছ উপড়ে পড়ায় যানবাহন চলাচলে সৃষ্টি হয়েছে বাধার। দেখা দিয়েছে তীব্র যানজট। তবে উত্তর সিটি করপোরেশন বা পুলিশের কোনো সদস্য এখন পর্যন্ত সেখানে উদ্ধার তৎপরতায় যোগ দেয়নি।

গাছ পড়ে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে রাস্তায় গাড়ির জটলার সৃষ্টি। মোহাম্মদপুর থেকে টানা ঝিগাতলা পর্যন্ত সড়কে যানজট সৃষ্টি হয়েছে। আটকে আছে শত শত গাড়ি, ভোগান্তিতে অফিসগামী ও স্কুল-কলেজগামী মানুষজন। পথচারীরা জানান, বাস কেন মোটরসাইকেলও পার হতে পারছে না। সেইসঙ্গে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে, বিদ্যুৎ নেই ধানমন্ডি-৬ থেকে ১৫ নম্বরে।

পূর্ববর্তী নিবন্ধবিচারকদের শৃংখলা বিধিমালার গেজেট প্রকাশে ফের সময় পেল সরকার
পরবর্তী নিবন্ধসাইবার আক্রমণ থেকে রক্ষা পেতে করণীয়