ঝিনাইদহে রিপন হত্যায় একজনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ

ঝিনাইদহের চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড ও অপর দুইজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন ঝিনাইদহ সদর উপজেলার ভড়ুয়াপাড়া গ্রামের মো. মতিয়ার রহমান। তার বাবা একই গ্রামের মৃত এজাহার জোয়ারদার।

এ মামলার খালাসপ্রাপ্তরা হলেন- ঝিনাইদহ সদর পৌর এলাকার ছোটকামার কুণ্ডু গ্রামের আলমগীর হোসেনের ছেলে মো. আহাদ আলী ও নিহতের বড় ভাই আমেরিকা প্রবাসী একই গ্রামের মৃত আবু বক্কর মাস্টারের ছেলে আবু আব্দুল্লাহ মো. মারুফ।

মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে,  ২০১০ সালের ২৫ জানুয়ারি রাত ৮টার দিকে ঝিনাইদহ জেলা শহর থেকে বাড়ি ফিরছিলেন আবুল কাশেম মো. ফজলুল হক ওরফে রিপন। তিনি ছোটকামার কুণ্ডু গ্রামের মৃত আবুবক্কর মাস্টারের ছোট ছেলে।

পথে জেলা শহরের সাতভাই চম্পা মার্কেটের সামনে পূর্বশত্রুতার জের ধরে ৪-৫ জন সন্ত্রাসী গুলি করে হত্যা করে তাকে।

এ ঘটনায় নিহতের স্ত্রী ফাহমিদা খাতুন এ্যানি বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।

রায়ে আসামি মো. মতিয়ার রহমানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাসহ ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

পূর্ববর্তী নিবন্ধঢাকার প্রত্যেকটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা থাকবে: ডিএমপি কমিশনার
পরবর্তী নিবন্ধঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ