ঝালকাঠিতে ৪৩ মেট্রিক টন রিলিফের চালসহ ব্যবসায়ী আটক

পপুলার২৪নিউজ জেলা প্রতিনিধি :
ঝালকাঠিতে ৪৩ মেট্রিক টন রিলিফের চালসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তির নাম মো. আনোয়ার হোসেন।
সে ঝালকাঠি শহরের বিসমিল্লাহ চাল আড়ৎ এর মালিক । আজ দুপুরে শহরের পালবাড়ি এলাকার বাসন্ডা নদীতে একটি কার্গো থেকে তার ব্যবসা প্রতিষ্ঠানে উত্তোলনের সময় এ চালসহ তাকে আটক হয়।পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কেজি করে আশ্রায়ণ প্রকল্পের হতদরিদ্রের মাঝে বিতরণের জন্য এ চাল বরাদ্দ হয় ভোলা জেলায়। সেখান থেকে ঝালকাঠির এ ব্যবসায়ী চালগুলো ক্রয় করে সকালে নিজের আড়তে মজুত করছিলেন। এ সময় গোপন সংবাদে পুলিশকে সাথে নিয়ে অভিযান চালিয়ে চালসহ ব্যবসায়ীকে আটক করা হয়। বৈধভাবে এ চাল ক্রয় করা হয়েছে বলে ব্যবসায়ী দাবি করেছেন। তবে অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট রওশন আলী জানিয়েছেন, এ চাল বাইরে ক্রয় বিক্রয় সম্পূর্ণ বেআইনি। তাই ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য চালসহ আটক ব্যবসায়ীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

ঝালকাঠি সদর থানার ওসি তাজুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে চাল ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রকে সহনশীল হতে হয়
পরবর্তী নিবন্ধ১০ আগস্টের মধ্যে ভিসার আবেদন না করলে লাইসেন্স বাতিল : ধর্মমন্ত্রী