জ্বালানি ছাড়াই চলছে নেদারল্যান্ডস’র সব ট্রেন!

পপুলার২৪নিউজ ডেস্ক:

2নেদারল্যান্ডস এর সব ট্রেন এখন ১০০% বায়ুশক্তিতে উৎপাদিত বিদ্যুতে চলছে। দেশটির জাতীয় রেলওয়ে কম্পানি এনএস এই খবর নিশ্চিত করেছে।
এনএস মুখপাত্র টন বুন বলেন, “গত ১ জানুয়ারি থেকেই আমাদের ১০০% ট্রেন বায়ুশক্তিতে উৎপাদিত বিদ্যুতে চলছে। ”
ডাচ বিদ্যুত কম্পানি এনেকো দুই বছর আগে এনএস এর প্রস্তাবিত একটি টেন্ডার জিতে নেয়। এরপর দুই কম্পানি ১০ বছরের একটি চুক্তি করে। এতে ২০১৮ সালের মধ্যেই সব এনএস ট্রেন বায়ুশক্তিতে উৎপাদিত বিদ্যুতে চালানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
বুন জানান, “পরিকল্পিত সময়েরও এক বছর আগে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাচ্ছি”। তিনি বলেন, দেশজুড়ে এবং নেদারল্যান্ডস এর উপকূলজুড়ে অসংখ্য উইন্ড ফার্মের বিস্তার ঘটায় এটা সম্ভব হচ্ছে।
এনএস জানিয়েছে তারা প্রতিদিন ৬ লাখ যাত্রী পরিবহন করে। আর প্রতিদিন ৫,৫০০টি ট্রেন ট্রিপ চলাচল করে।
একটি উইন্ডমিল একঘন্টা চাললে একটি ট্রেনকে সর্বোচ্চ ১২০ মাইল পথ চলার জন্য বিদ্যুত সরবরাহ করতে পারে।
২০২০ সালের মধ্যে যাত্রীপ্রতি শক্তির ব্যবহার ২০০৫ সালের তুলনায় ৩৫% কমিয়ে আনা হবে বলেও জানায় এনএস।
সূত্র: দ্য গার্ডিয়ান

পূর্ববর্তী নিবন্ধইসরাইলের স্বীকৃতি প্রত্যাহারের চিন্তা ফিলিস্তিনের
পরবর্তী নিবন্ধআত্মপক্ষ সমর্থনে আদালতে খালেদা জিয়া