নিজস্ব প্রতিবেদক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আগামী ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, এই সময়সীমার এক দিনও এদিক-সেদিক হওয়ার কোনো সুযোগ নেই। তবে তিনি স্পষ্ট করেছেন, নির্বাচন আয়োজনই একমাত্র উদ্দেশ্য নয় বরং এই সরকারের দায়িত্ব আরও বিস্তৃত।
শুক্রবার (২৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির ২৪তম জাতীয় সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন মহল তাদের নানা দাবিদাওয়া নিয়ে রাস্তায় অবস্থান করছেন, ফলে রাজধানীর স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকার এখনো কার্যকরভাবে কিছু করতে পারছে না।
জনগণের সম্মিলিত সহযোগিতা ছাড়া তাদের দায়িত্বপালন কঠিন হয়ে পড়ছে বলেও তিনি উল্লেখ করেন।
নির্বাচন বিষয়ে তিনি জোর দিয়ে বলেন, প্রধান উপদেষ্টা এরইমধ্যে সময়সূচি নির্ধারণ করেছেন- ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এই সময়সূচি নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই এবং এটি নিয়ে অনর্থক বিতর্ক বা আশঙ্কা তৈরির প্রয়োজন নেই।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, তাদের দায়িত্ব পালনে জনগণের সহযোগিতা অপরিহার্য। তা না হলে এই দায়িত্ব পালন সম্ভব হবে না, এবং তখন তাদের ব্যক্তিগত কাজেই ফিরে যেতে হবে।
সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বলেন, এরমধ্যেই পরিবেশ সংরক্ষণ ও দূষণ রোধে সচেতনতা বৃদ্ধি, ক্ষতিকর বৃক্ষ নিধন, পরিবেশ বান্ধব বৃক্ষরোপণ, বেদখল হওয়া বনাঞ্চল ও নদী উদ্ধারসহ বেশ কিছু কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। ঢাকার চারটি নদী দূষণমুক্ত করতে বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে হারিয়ে যাওয়া অনেক নদী উদ্ধারে বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে।