জামিন পেলেন হুয়াওয়ের শীর্ষ নির্বাহী মেং ওয়াংহোক

পপুলার২৪নিউজ ডেস্ক:

আটকের ১০ দিন পর চীনের টেলিকম জায়ান্ট হুয়াওয়ের শীর্ষ নির্বাহী মেং ওয়াংহোকে কানাডার আদালত বুধবার জামিন দিয়েছে।

মার্কিন কর্তৃপক্ষের অনুরোধে তাকে গ্রেফতার করার পর চীনের সঙ্গে কানাডার কূটনৈতিক উত্তেজনা শুরু হয়।

হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা ও কোম্পানিটির প্রতিষ্ঠাতার মেয়ে মেং ওয়াংহোর বিরুদ্ধে ইরান সংশ্লিষ্ট অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন বহুজাতিক ব্যাংককে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

এসব ব্যাংককে তিনি মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঝুঁকিতে ফেলে দিয়েছেন বলেও দাবি করা হচ্ছে। ব্রিটিশ কলোম্বিয়ার ভ্যাংকুভারে বিচারক উইলিয়াম এহরেক এক কোটি কানাডীয় ডলারের মুচলেকায় তাকে জামিন দিয়েছেন।

তাকে জামিন দেয়া হলে আদালত কক্ষ আনন্দে মুখরিত হয়ে ওঠে। মেংও আনন্দে কেঁদে ফেলে আইনজীবীকে জড়িয়ে ধরেন।

জামিনে থাকা অবস্থায় মেংকে পায়ের গোড়ালিতে পর্যবেক্ষণ যন্ত্র পরে থাকতে হবে, যাতে তার অবস্থান সহজেই কানাডীয় কর্তৃপক্ষ শনাক্ত করতে পারেন। এছাড়াও তাকে রাত ১১টা থেকে সকাল ৬টায় পর্যন্ত বাড়িতে অবস্থান করতে হবে।

বিচারক যদি মেংয়ের জামিনের বিরুদ্ধে অবস্থান নিতেন, তবে কানাডার বিচারমন্ত্রীকে পরবর্তীতে অবশ্যই সিদ্ধান্ত নিতে হত, তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যার্পণ করা হবে কিনা।

যদি তা-ই হতো, তবে বহুজাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানকে বিভ্রান্ত করার অভিযোগে যুক্তরাষ্ট্রে তাকে ষড়যন্ত্রের মামলার মুখোমুখি হতে হতো। এতে সর্বোচ্চ ৩০ বছর কারাদণ্ডের শাস্তির বিধান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটুকু-দুলুর প্রার্থিতা গ্রহণে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত
পরবর্তী নিবন্ধসিলেটে থেকে ঐক্যফ্রন্টের প্রচার শুরু দুপুরে