জামালপুরে উচ্ছেদ হলো রেলের অবৈধ স্থাপনা

 পপুলার২৪নিউজ জেলা প্রতিনিধি :
৭ জনের মৃত্যুর পর জামালপুরে উচ্ছেদ হলো রেলের অবৈধ স্থাপনা
ট্রেনের ধাক্কায় ৭ অটোযাত্রীর মৃত্যুর পর উচ্ছেদ করা হলো জামালপুর শহরের গুরুত্বপূর্ণ চন্দ্রা রেল ক্রসিংয়ের অবৈধ স্থাপনা।

বুধবার সন্ধ্যায় জামালপুর শহরের চন্দ্রা রেলক্রসিংয়ে একটি লোকাল ট্রেনের ধাক্কায় একটি অটোরিক্সা দুমড়ে মুচড়ে গিয়ে ৭ জন অটোযাত্রীর মৃত্যু হয়।

এই ঘটনায় জেলা প্রশাসন অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিনকে আহবায়ক করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

আজ তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিনের নেতৃত্বে ম্যাজিস্ট্রেট,পুলিশ ও রেল কর্মকর্তাদের উপস্থিতিতে চন্দ্রা ক্রসিং এলাকার ২০টির বেশী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অন্যান্য ঝুঁকিপূর্ণ রেল ক্রসিং এলাকায়ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন কর্তৃক বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে ১ কোটি টাকার চেক প্রদান
পরবর্তী নিবন্ধচাকরির সাক্ষাৎকারে যেসব ভুল করা যাবে না