জামায়াত নেতা আজহার মুক্তি পাচ্ছেন সকালে

নিজস্ব প্রতিবেদক

মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ কর্তৃক খালাসের রায়ের অনুলিপি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হচ্ছে। ফলে আজ বুধবার (২৭ মে) সকালেই তিনি মুক্তি পাচ্ছেন।

ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির জানান, আজহারুল ইসলামের খালাসের কাগজপত্র যাচাই-বাছাই করে কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সকালে সব প্রক্রিয়া সম্পন্ন করে তাকে মুক্তি দেওয়া হবে।

অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বুধবার (২৮ মে) সকাল সাড়ে ৯টায় তদানীন্তন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি পাবেন বলে নিশ্চিত করা হয়েছে।

দলটির কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, এ উপলক্ষে এটিএম আজহারুল ইসলামকে বুধবার সকাল সাড়ে ৯টায় আন্তরিক শুভেচ্ছা ও অভ্যর্থনা জানাবে দলটি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরে রেকর্ড ৪৫৩৭৭ কনটেইনার জট
পরবর্তী নিবন্ধপুতিন আগুনের সঙ্গে খেলছেন: ট্রাম্প